জেড.আই জহির: ১২ তম এশিয়া কাপের ১০ম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে পাকিস্তান। চলমান এশিয়া কাপে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে উভয়দল। সেই সাথে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও এটি। আজকে যেই দল জয়পাবে সেই হবে এবারের এশিয়া কাপের তৃতীয় স্থানকারী দল।
শুক্রবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে সংযুক্ত পাকিস্তান। এশিয়া কাপের লিগ পর্বের শেষ (১০ম) ম্যাচে টসে জয়লাভ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক শহিদ খান আফ্রিদী।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন। এছাড়া মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলাটির সরাসরি ধারাবিবরনী প্রচার করছে রেডিও ভুমি “এফএম ৯২.৮”।
এদিকে স্বাগতিক বাংলাদেশ ও ভারত ইতিমধ্যেই চলতি এশিয়া কাপ ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। তাই আজকের ম্যাচটি হচ্ছে চলমান এশিয়া কাপের দ্বিতীয় নিয়ম রক্ষার ম্যাচ। বৃহস্পতিবার প্রথম নিয়ম রক্ষার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে লিগ পর্ব শেষ করেছে শক্তিশালী ভারত।
আজ পাকিস্তান-শ্রীলংকা উভয়দলই চাইবে লিগ পর্বের শেষ ম্যাচ জয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা সম্পন্ন করতে। যদিও কাজটা সহজ হবেনা উভয়দলের। দিনশেষে কে হাসবে শেষ হাঁসি সেটাই এখন দেখার বিষয়।