জেড.আই জহির: বাংলাদেশে এসেছিলেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে। কিন্তু তাদের ভাগ্যে যে এবার সিনিয়রদের তকমাটা লাগবে সেটা জানা ছিলনা যুবদের। বড় দল কখনও ফাইনালে শিরোপার দ্বারপ্রান্তে যেতে পারেনি বারংবার সর্বোচ্চ বিদায় নিতে হয়েছে সেমিফাইনালের মঞ্চ থেকে। যার কল্যানে তাদের চোকার্স উপাধী দিয়েছে ক্রিকেট বিশ্ব। সেই কাতারে যোগ দিল এবার ছোটরাও বিদায় নিলেন গ্রুপ পর্বেই। বলছি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কথা। অপেক্ষাকৃত দূর্বল দল নামিবিয়ার কাছে ২ উইকেটে হেরে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দক্ষিণ আফ্রিকা।
রবিবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট একাডেমি মাঠে যুব বিশ্বকাপের ১৭তম ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকট দল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে দক্ষিণ আফ্রিকা যুব দল। জবাবে ৬২ বল হাতে রেখে ৩৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে কাঙ্খিত জয় তুলে নেয় নামিবিয়া যুব দল। সেইসাথে বাংলাদেশ যুব দলের সাথে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নেয় নামিবিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
এদিকে এর আগে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে ৪৩ রানে হারে দক্ষিণ আফ্রিকার যুবারা। যার পরণায় পরপর দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বর্তমান যুব চ্যাম্পিয়নরা।