ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
৩য় ছায়া যুব সংসদ অধিবেশন মার্চে
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার স্বেচ্ছাব্রতী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর যুব সংগঠন। ১৪-২৫ বছর বয়সী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ক্ষুধার কাছে পরাজয় নয়, বরং ক্ষুধাকে পারজিত করার সুযোগ দাও’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এর সদস্যরা কাজ করছে। একটি যথাযথ যুবনীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দাবিতে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বদ্ধপরিকর।
এই নিমিত্তে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার যুব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবী নিয়ে সরকারের নীতি নির্ধারনী মহলে এডভোকেসি করে থাকে। তার মধ্যে অন্যতম দাবী হচ্ছে চাকুরির আবেদন পত্রের সাথে ব্যাংক ড্রাফট/ প্রে অর্ডার নেয়ার প্রথা বাতিল করা। একজন বেকার যুবকের পীড়া খুব সহজেই অনুমেয়। তার উপর যদি চাকুরির আবেদন পত্রের সাথে ব্যাংক ড্রাফট করতে হয় তখন সেটি হয়ে উঠে মরার উপর খারার ঘা। তাই ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এই অনৈতিক প্রথা বাতিল করার দাবীতে ২০০১ সাল থেকে আন্দোলন করে যাচ্ছে।
এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্ণর জনাব আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকে চাকুরির আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট নেয়ার প্রথা বাতিল করেন যা বর্তমানে সব ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হলেও অন্যান্য প্রতিষ্ঠান ব্যাংক ড্রাফট/ প্রে অর্ডার নেয়ার প্রথা এখনো বাতিল করেনি। এই জনদাবী বাস্তবায়নের লক্ষে্ ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বিভিন্ন কর্মসূচী পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার চাকুরিতে আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট/ পে অর্ডার নেয়ার প্রথা বাতিল করার দাবীতে যুব সমাজকে সংগঠিত করে রাষ্টের দৃষ্টি আকর্ষনের লক্ষ্য আগামী ১৬ ই মার্চ, ২০১৬ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “৩য় ছায়া যুব সংসদ অধিবেশন” আয়োজন করতে যাচ্ছে। উক্ত ছায়া যুব সংসদে বাংলাদেশের ৩০০ সংসদীয় আসন থেকে ৩০০ জন যুব প্রতিনিধি অংশগ্রহন করবে।