ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শুরু তিনটায়
জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: ২০১৫ সাল শেষ হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। নতুন বছরের শুরুতেই সেই জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। বছরের শুরুটাও হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিপাক্ষিক চার ম্যাচ সিরিজের টি-টুয়েন্টি। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। সোমবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকেল নাগাদ হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এল্টন চিগুম্বুরার নেতৃত্বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
দ্বিপাক্ষিক সিরিজের সফরসূচী অনুযায়ী তিনদিন বিরতির পর স্বাগতিকদের সাথে মাঠে নামবে জিম্বাবুয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে হেভ হোয়াটমরের শীর্ষরা।
এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে এল্টন চিগুম্বুরার দল। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২৩ জানুয়ারি ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। দ্বিপাক্ষিক সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খুলনায় অবস্থান করছে।