বাংলাদেশসর্বশেষ নিউজ
অবৈধ পার্কিং বন্ধে উচ্ছেদ অভিযান, মেয়র অবরুদ্ধ, আড়াই ঘন্টা পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঢাকার রাস্তায় বাস ট্রাকের অবৈধ পার্কিং বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন আরো একবার।
আজ রোববার রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়রা উচ্ছেদকারীদের উপর ইট পাটকেল ছুড়লে পুলিশ ঐসব হামলাকারীদের উপর চড়াও হন। এসময় এক ট্রাক চালক আহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভেতরে অবস্থান নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা নগরপিতাকে অবরুদ্ধ করে রাখে। তখন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকারি জমি দখলের অধিকার কারো নেই। রাস্তায় কোনো পার্কিং হবে না। ভয় না পেয়ে আমরা এ উচ্ছেদ অভিযান চালিয়ে যাব। ঢাকার রাস্তায় একটাও বাস ও ট্রাকের অবৈধ পার্কিং থাকবে না। আমরা এ অভিযান চালিয়ে যাব। আমি এটা করবই।’
প্রায় আড়া্ই ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও র্যাব মেয়রকে মুক্ত করে বাইরে নিয়ে আসেন। এসময় আনিসুল হক বিক্ষুদ্ধ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে (তেজগাঁও) একটি ভালো ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে। ঢাকাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হবে। আমি আপনাদের নগরপিতা। আপনারা আমার ছেলে। আমি কারো শত্রু নই।’
তিনি বিক্ষুদ্ধ শ্রমিকদের শান্ত হয়ে ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন।
প্রসঙ্গত, রোববার দুপুর ২টার দিকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় মেয়র আনিসুল হকের সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হকও। উচ্ছেদ অভিযান শুরু হলে চালক ও স্থানীয় লোকজন উচ্ছেদকারীদের ওপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মন্ত্রী-মেয়রকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা আক্রমণ চালায়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে এক ট্রাক চালক আহত হন। এসময় চ্যানেল আইয়ের গাড়ি ভাঙচুর ও গাড়ির চালক আহতের খবর পাওয়া যায়। জানা গেছে, এসময় বিডিনিউজ টোয়েন্টিফোরের ফটোসাংবাদিক তানভীর আহমেদের মাথায় ইটের আঘাত লাগে ও তার ক্যামেরা ভাঙচুর করা হয়।