বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

vasaniমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে, নিউজরুমবিডি.কম: মজলুম জননেতা মাওলানা আব্দল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে দেশ-বিদেশ হতে আগত মাওলানা ভাসানী ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানী মাজার প্রাঙ্গণ।

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. আলাউদ্দিন সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাসানী প্রতিষ্ঠিত সংগঠন খোদা ই খেতমদগার, ভাসানী স্মৃতি সংসদ, ভাসানী ফাউন্ডেশন, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, ন্যাপ ভাসানী, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান , ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বস্তরের মানুষ মাজাবে পুস্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন।

Related Articles

Close