খেলাধূলাসর্বশেষ নিউজ
টি-টুয়েন্টিতেও অপরিবর্তিত টাইগার একাদশ!
জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় বিকাল ৫.০০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই বাংলাদেশ ৩-০ তে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েদের বাংলাওয়াশ করেছে। অনেক প্রাপ্তীর ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ১১তম হোয়াটওয়াশ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জয়ের ধারাকে অব্যাহত রাখতে টি-টুয়েন্টি একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
শুক্রবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে উভয় দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫:০০টায়।
ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)। এছাড়াও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলার সরাসরি ধারাবিবরণী প্রচার বাংলাদেশ বেতার ও এফএম রেডিও চ্যানেল “রেডিও ভুমি ৯২.৮”।
এদিকে আজকের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টাইগারদের একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারে। সেক্ষেত্রে লিটনের বদলি হিসেবে দলে যুক্ত হতে পারেন পার্ট-টাইম উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তবে অন্যদিকে লিটন কুমার দাসের উপর আবারও আস্থা রাখার আভাস দিয়ে রেখেছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাছাড়া জয়ের ধারা অব্যাহত রাখতে পাশাপাশি প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া টাইগার একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেহাতই কঠিন। এছাড়া বোলিং আক্রমণে জিম্বাবুয়েকে ধরাশায়ী করতে আসতে পারে নতুনত্ব। সেক্ষেত্রে দলে আসতে পারেন জুবায়ের হোসেন লিখন কিংবা কামরুল ইসলাম রাব্বি।
চলুন জেনে নেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ টি-টুয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস/এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, আল-আমিন হোসাইন, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান। সাইড বেঞ্চে বসে কাটাতে হবে- লিটন কুমার দাস/এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন লিখন ও কামরুল হাসান রাব্বি কে।