সর্বশেষ নিউজ
টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তার আইনি লড়াইয়ের মধ্যে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন।
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিতের যে আবেদন নির্বাচন কমিশন করেছে, তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন তিনি।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১০ নভেম্বর।