জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসাকে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ভাষা সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহিদ হোসেন মুসা মিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। আজ বাদ যোহর ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগা ময়দান ওয়াজীর আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ জানাযা সম্পন্ন হয়। কানায় কানায় পরিপূর্ণ মাঠে জাহিদ হোসেন মুসা মিয়ার কনিষ্ঠ পুত্র ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল দুঃখ ভারাক্রান্ত মনে বক্তব্য রাখেন। এ সময় তার পরিবারবর্গের সকল সদস্যও উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিএনপির সাবেক সাংসদ মশিউর রহমানসহ হাজারো মানুষ জানাযায় অংশগ্রহন করেন।

পারবারিক সূত্রে জানা যায়, ভাষা সৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। গত মঙ্গলবার ২.৪০টার সময় ঢাকায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে শহরের মুসা মিয়া সড়কস্থ মহিষাকুন্ডু গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

আরো জানা যায়, তিনি ছিলেন জাহিদী ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবক মুসা মিয়া ছিলেন বর্নাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে তার এবং তার পরিবারের শিক্ষা বিস্তারে রয়েছে অসামান্য অবদান। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবায় জাহেদী ফাউন্ডেশনের অবদান স্মরনীয় হয়ে থাকবে।

এদিকে মুসা মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Close