ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার, ফেস্টু নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি জেলা শাখার উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন, সভাপতি নাসরিন বেগম, সাধারণ সম্পাদক জামির হোসেন, শিক্ষক নেতা তাইফুর রহমান, আবু সেলিম, কামরুজ্জামান লিটন, সুমাইয়া বেগম, আফরোজা পারভীন, কামরুন্নাহার, হাসানুজ্জামান, রকিবুজ্জামান, আব্দুল মতিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, মাদ্রাসা জাতীয়করন, শিক্ষকদের টিপিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি পেশ করেন তারা।