সর্বশেষ নিউজ
গুলশানে দুর্বৃত্তদের গুলিতে বিদেশি নাগরিক নিহত
নিউজরুমবিডি.কম: সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে বিদেশি এক নাগরিক নিহত হয়েছেন।
গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত এভেলা সিসেরা (৫০) ইতালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি গুলশানে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে পেছন থেকে তাকে গুলি করে। এরপর তারা সৌদি দূতাবাসের দিকে যাওয়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত এভেলা সিসেরা গুলশানে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে এসব তথ্য পাওয়া গেছে।
তিনি গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করছিলেন। এ সময় পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার তিনটি চিহ্ন পাওয়া গেছে।
গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছেন।