ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টাইগাররা

banক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে টাইগাররা। পাকিস্তানের দেয়া ১৩০ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয় লাভ করে মাশরাফিবাহিনী।

মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিং এ নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আফ্রিদির পাকিস্তান। অলিখিত এই সেমিফাইনালে শুরু থেকেই জ্বলে উঠে  তাসকিন- আল আমিন- মাশরাফিরা। টাইগার বোলারদের তোপের মুখে শুরুতেই ধ্বস নামে পাকিস্তানের ব্যাটিং এ। মাত্র ১৮ রানে ৪ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলা পাকিস্তানকে লড়াইয়ে ফেরান শোয়েব মালিক এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ। শোয়েব মালিক করেন ৪১ রান । আর সরফরাজ সংগ্রহ করেন ৪২ বলে ৫৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ১২৯ রান।

বাংলাদেশের পক্ষে  আল আমিন ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট, আরাফাত সানি নেন ২টি। আর তাসকিন ও মাশরাফি নেন ১টি করে উইকেট।

১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ফিরে যান মাত্র ৭ রানেই। আর গত ম্যাচে বিধ্বংসী ব্যাট করা সাব্বির ফিরেন মাত্র ১৪ রান করেই।

এরপর সৌম্য ৪৮ বল মোকাবিলা করে ৫ চার আর ১ ছক্কায় খেলেন ৪৮ রানের অনবদ্য ইনিংস। তবে আজকের ম্যাচেও ভালো করতে পারেননি মুশফিক। মুশফিকের পরপরই নিজের ছন্দ হারানো সাকিব আমিরের বলে বোল্ড হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের উত্তেজনাকর এই পরিস্থিতিতে মাহমুদুল্লাহর সাথে হাল ধরেন দলপতি মাশরাফি। মাহমুদুল্লাহ ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করে অপরাজিত থাকেন এবং মাশরাফি করেন ৭ বলে ১২ রান।

অনবদ্য ব্যাটিং এর জন্য ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল:
মোহাম্মদ হাফিজ, শারজিল খান, শোয়েব মালিক, খুররম মনজুর, উমর আকমল, শহীদ আফ্রিদি, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।

 

Tags

Related Articles

Close