ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়লো টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবি বার এ রেকর্ড গড়ে মাশরাফির দল।
শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে ৬ উইকেটে ৩২১ রান। এ রান তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করে ১৫২ রান।
শুরুতে ব্যাটিং করা বাংলাদেশ দলের লিটন দাস করেন ক্যারিয়ার সেরা ১২৬ রান। এরপর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ১২৬ রানের ইনিংসটিতে ছিল ১৩ চার ও ২ ছক্কা। ওপেনার তামিম সংগ্রহ করেন ৪৩ বলে ২৪ রান। দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া শান্ত করেন ৩৮ বলে ২৯ রান। এছাড়া মুশফিক করেন ২৬ বলে করেন ১৯ রান, মাহমুদউল্লাহ ২৮ বলে ৩২ রান, মিথুন ৪১ বলে ৫০, সাইফউদ্দিন করেন ১৫ বলে ২৮ রান।
নিজের প্রথম স্পেলে ৬ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন মাশরাফি। দ্বিতীয় স্পেলের বোলিংয়ে মাশরাফি গড়েছেন নতুন দুই রেকর্ড। ক্রিকেট বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে মাশরাফি এক’শ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন এবং তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেটের মাইফলফলক স্পর্শ করেন। মিরাজ, মুস্তাফিজ, তাইজুলরাও পেয়েছেন উইকেটের স্বাদ।
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।