ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ
বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ!
ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারালো টাইগার যুবারা
ক্রীড়া প্রতিবেদক: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি জিতলো বাংলাদেশ। আজকের ফাইনাল ম্যাচে ভারতের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটের জয় তুলে নেয় ইয়ং টাইগার্স। এ জয়ের মাধ্যমে প্রথম কোন বৈশিক শিরোপা জিতলো বাংলাদেশ।
এবারের ফাইনালের দুটি দলই ছিল টুর্নামেন্টে অপরাজিত দল। এমনকি ফাইনালের আগের শেষ ৯টি ম্যাচের কোন ম্যাচেই হারেনি দুই দল!
টসে জিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের দলপতি আকবর আলী সিদ্ধান্ত নেন বোলিং নেওয়ার। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বোলারদের তান্ডবে একের পর এক উইকেট পড়তে থাকে ভারতের। শেষ পর্যন্ত তরুণ টাইগারদের বোলিং তোপের মুখে ৪৭.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ভারত। বাংলাদেশের পক্ষে বোলার অভিষেক নেন ৩ উইকেট, শরিফুল ও সাকিব নেন ২টি করে উইকেট, আর রকিবুল নেন ১টি উইকেট।
ভারতের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে টাইগার যুবারা। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমন ওপেনিং জুটিতে ৫০ রানের জুটি গড়েন। উদ্বোধনী জুটি বিদায় নেওয়ার পরপরই শুরু হয় আসা যাওয়ার মিছিল। এরই মধ্যে পারভেজ ইমন চোট পেয়ে মাঠ ছাড়লে বাংলাদেশের টার্গেট অনেক বেশি বলে মনে হতে থাকে। দলের বিপর্যয়ের সময় ইঞ্জুরি নিয়েই মাঠে ফেরেন পারভেজ ইমন। তিনি ৭৯ বলে ৪৭ রানে করেন।
অধিনায়কের অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস রচিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।
ভারতের একাদশ : যশস্বী জয়সাওয়াল, দিব্যনাশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গার্গ, সিদ্ধেশ বীর, আনকোলেকার, রবী বিষ্ণু, সুশান্ত মিশ্রা, কার্তিক তেয়াগি ও আকাশ সিং