ক্যাম্পাসসর্বশেষ নিউজ
রাবিতে খোলা হল নতুন আরও ৭টি বিভাগ
শফিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)আগামী ২০১৫-১৬শিক্ষাবর্ষে নতুন সাতটি বিভাগে অনার্স (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এনিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা হলো ৫৭ এবং আরও নতুন আসন বাড়ল ২৫৫টি।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন,আগামী শিক্ষাবর্ষে আইন অনুষদের অধীনে ‘আইন ও ভূমি প্রশাসন’বিভাগে ৫০জন,প্রকৌশল অনুষদের অধীনে’ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং’ বিভাগে ৩০জন,জীব ও ভু-বিঞ্জান অনুষদের অধীনে’ক্লিনিক্যাল সাইকোলজি’ বিভাগে ২৫জন এবং বিঞ্জান অনুষদের অধীনে’শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিঞ্জান ‘বিভাগে ৩০জন নতুন শিক্ষার্থী ভর্তি করানো হবে।এছাড়া অনুমোদিত নতুন ‘চারুকলা’অনুষদের অধীনে, ‘গ্রাফিক ডিজাইন,কারুকলা ও শিল্পকলার ইতিহাস’বিভাগে ৪৫জন,চিত্রকলা,প্রাচ্যকলা ও সাপচিত্র’বিভাগে ৪৫জন এবং মৃৎশিল্প ও ভাস্কর্য্য বিভাগে ৩০জন শিক্ষার্থী ভর্তি করনো হবে।
তিনি আরও জানান,২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামী ১ অক্টোবর। ফরম বিতরণ শেষ হবে ১৮ অক্টোবর এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯থেকে ১২নভেম্বর।