ক্যাম্পাসসর্বশেষ নিউজ
রাবিতে চীনা ভাষায় কোর্স ও সার্টিফিকেট প্রদান
শফিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর লক্ষে্য চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক মা ইয়ান বিশ্ববিদ্যালয়ের ভিসি মুহম্মদ মিজান উদ্দিনের সাথে সাথে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে ভিসির সম্মেলন কক্ষে তাঁরা এ আলোচনায় মিলিত হন।
আলোচনার সময় তাঁরা এ শিক্ষাবর্ষ থেকেই ভাষা বিভাগে চীনা ভাষা সার্টিফিকেট কোর্স চালুর সিদ্ধান্ত গ্রহণ করেন।এতে বলা হয়, আগামী অক্টোবর থেকে ৬মাস মেয়াদী এই কোর্স চালু হবে।প্রথম পর্যায়ে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এবং এজন্য ২জন চীনা শিক্ষক আসবেন বলে জানা যায়।
আলোচনা অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ,রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন,ভাষা বিভাগের সভাপতি ড.বিপুল কুমার বিশ্বাস, বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি দেলওয়ার হোসেনসহ আরও অনেকে।