জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
পেঁয়াজের দাম ১০ দিনের মধ্যে কমে আসবে :বাণিজ্যমন্ত্রী
নিউজরুমবিডিঃ আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম ১০ দিনের মধ্যে কমে যাবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, ‘পরিবহন সমস্যার কারণে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে সরবরাহ করা হয়নি।’ তাছাড়া বিদেশ থেকে আমদানি করা ১২ হাজার টন পেঁয়াজ আগামী ২৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
তিনি বলেন, স্থানীয় চাহিদা পূরণে বাংলাদেশকে ২৫ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয়। তার মধ্যে ৯০ শতাংশ আমদানি করা হয় ভারত থেকে। তবে দুর্ভাগ্যজনকভাবে ভারত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। এ কারণেই সমস্যা হয়েছে।
পেঁয়াজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বলে কর্মকর্তারা বলছেন।
এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম শুক্রবার আবার বেড়ে গেছে। বিদেশ থেকে আসা পেঁয়াজ এখনো বাজারে না যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউএনবি।