সর্বশেষ নিউজ

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আমন্ত্রণে জার্মান দূতাবাসের উপ-প্রধান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,শফিকুল ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘জার্মান-বাংলাদেশ সম্পর্ক’বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্- কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের উপ-প্রধান ড.ফার্ডিনান্দ ভন উয়ে।

সেমিনারে প্রথমে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাননীয় সভাপতি জনাব ড.প্রদীপ কুমার পাণ্ডে।

প্রায় ২ঘণ্টাব্যাপী আলোচনায় ড.ফার্ডিনান্দ বাংলাদেশ ও জার্মানের মধ্যকার বিভিন্ন সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন সম্ভাবণার কথা বলেন।তিনি রোহিঙ্গা, সিরিয়া শরণার্থীদের কথাও বলের।তিনি বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবণার কথাও বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বাংলাদেশ পরিবেশগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের প্রায় ২’শ জন উপস্থিত ছিল। সেমিনার শেষে ড.ফার্ডিনান্দ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব মিজান উদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

Related Articles

Close