বিনোদন
নাটক সিনেমা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তানিন সুবহার
নিউজরুমবিডিঃ আগামী ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তানিন সুবহা অভিনীত ‘বেগমজান’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে আশাবাদী তানিন সুবহা। তানিন সুবহা অভিনীত পাঁচটি সিনেমা এখন পর্যন্ত মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরো পাঁচটি সিনেমা।তবে এই মুহুর্তে সিনেমার চেয়ে নাটকেই বেশি ব্যস্ত তিনি। এরইমধ্যে একই পরিচালকের বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। তবে নাটক নিয়ে ব্যস্ত থাকলেও চলচ্চিত্রেই আগ্রহ বেশি তার। কারণ হিসেবে তানিন সুবহা বলেন, ‘চলচ্চিত্রতো আসলে অনেক বড় মাধ্যম। অনেক বাজেটের ব্যাপার থাকে, থাকে বিশাল আয়োজনও। আর চলচ্চিত্রে কাজ করাটা আমি মনে করি অনেক গর্বেরও বিষয়। যে কারণে একজন শিল্পী হিসেবে আমি চলচ্চিত্রে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এই সময়ে আমি নাটকে অভিনয়ের জন্যও বেশ সাড়া পাচ্ছি। ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করছি আমি। দর্শক সেসব নাটকে অভিনয়ের জন্য আমার কাজেরও প্রশংসা করছেন।’
তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’, সাইমন তারিকের ‘মাটির পরী’, সজল আহমেদ’র ‘তুই কে আমার’, মুকুল নেত্রবাদীর ‘দেমাগ’ ও ‘কাজল কুমার বর্মনের ‘অবাস্তব ভালোবাসা’। আজাদ কালামের নির্দেশনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে প্রথম তানিন সুবহা নাটকে অভিনয় করেন। তানিন জানান দীর্ঘদিন যাবত তানিন রাজধানীর বাসাবো’তে ‘তানিনস’ নামে একটি বিউটি পার্লারের ব্যবসার সাথেও সম্পৃক্ত তিনি। এই বিউটি পার্লারের কর্ণধার তিনি। শুধু চলচ্চিত্র আর নাটকেই নয়।