বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ: সোহরাওয়ার্দীতে কাল আ’লীগের সমাবেশ
নিউজরুমবিডি.কম: আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। টঙ্গীর তুরাগ তীরে মুসলিম বিশ্বের অন্যতম তাবলীগী জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ আজকের পরিবর্তে আগামীকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করতে যাচ্ছে সমাবেশ।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।বেলা আড়াইটায় অনুষ্ঠিতব্য এ সমাবেশের সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের নয় মাসসহ প্রায় এক বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকে মুক্তি লাভের পর লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু। এই দিনটি ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে থাকে আওয়ামী লীগ।
জানা গেছে, সোমবারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় আওয়ামীলীগ। এ সমাবেশকে সফল করার লক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, ঢাকার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর তৃণমূলের নেতা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দলের দায়িত্বশীল নেতারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, দেশের ৮০ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দলে দলে যোগ দিয়ে সেই জনসভাকে জনসমুদ্রে পরিণত করে তা আরেকবার প্রমাণ করবে।