ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

সাকিবদের হারিয়ে ফাইনালে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স

comilla   vক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বিপিএলে তৃতীয় আসরের ফাইনাল নিশ্চিত করলো মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের আসরের প্রথম দল হিসেবে ফাইনাল খেলা নিশ্চিত করে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেটে ১৬৩ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন ইমরুল কায়েস। ৪৮ বল মোকাবেলায় ৭টি চার ২টি ছক্কায় করেন ৬৭ রান। এছাড়া লিটন দাস (২৮), মাশরাফি বিন মতুর্জা (১),  আন্দ্রে রাসেল (৩), আহমেদ শেহজাদ (০), অলক কাপালি (২) এবং আসহার যায়িদি ১৫ বলে করেন  ৪০ রান। বল হাতে রংপুরের থিসারা পারেরা ৫টি উইকেট নেন।

১৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় সাকিবের রংপুর রাইডার্স।  উদ্বোধনী জুটিতে লেন্ডল সিমন্স ও সৌম্য সরকার ৩৬ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৯১ রানেই অলআউট হয়ে বড় ব্যবধানে ম্যাচ হারে রংপুর রাইডার্স। রংপুরের সিমন্স সর্বোচ্চ ২৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ করেন মোহাম্মদ নবী। আর ১১ রান করেন থিসারে পারেরা। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে কুমিল্লার আবু হায়দার রনি ও আসহার জায়িদি ৪টি করে উইকেট নেন।

ম্যাচসেরা নির্বাচিত হন কুমিল্লার আবু হায়দার রনি।

Tags

Related Articles

Close