বিনোদন

যখন আমি লিখি তখন আমি গীতিকার কিন্তু গাইতে গেলে আমি গায়ক II প্লাবন কোরেশী

plbn

সময়ের আলোচিত গীতিকার, সুরকার প্লাবন কোরেশীর কণ্ঠে আবারও আসছে নতুন গান “ভালোবাসার নাম নেবো না মুখে”। এবার নিজের লেখা গান গাইছেন না এই গায়ক, যদিও গানটিতে সুর করেছেন তিনি নিজেই। মডার্ণ ফোক ঘরানার এই গানটি লিখেছেন উদীয়মান গীতিকার ফকির হযরত শাহ আর গানটির সঙ্গীতায়োজনে রয়েছেন রিয়েল আশিক। এ প্রসঙ্গে মুঠোফোনে প্লাবন কোরেশী বলেছেন বিনোদন প্রতিবেদক আর কে।

নিজের লেখা বিখ্যাত-বিখ্যাত গান থাকতে আপনি অন্যের লেখা কন্ঠে নিতে সাচ্ছন্দ্য বোধ করেন কি?

দেখুন, আমি যখন কারও জন্য লিখি বা সুর করি, তখন আমি গীতিকার বা সুরকার। কিন্তু গাইতে গেলে আমি গায়ক। যে কারও লেখায় গাইতে আমার আপত্তি নেই, যদি তা আমার পছন্দ হয়। আবার এটাও সত্যি, সবার লেখা গান কন্ঠে নেবো না কখনোই। কারণ, অনেকেই গান লিখতে আসেন, কিন্তু সবাই গীতিকার নন।

আপনার চোখে গীতিকার কারা?

-এক কথায় এই প্রশ্নের জবাব দেয়া কঠিন। তবে এইটুকু বলবো, যে মানুষ অন্তরদৃষ্টি মেলে গানের বানী আর ভাবের সমন্বয় করতে জানেন, প্রকৃতপক্ষে তিনিই গীতিকার। আপনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর নিয়ম নীতির কথা বলবেন। এই নিয়মনীতি রপ্ত করা কারও-কারও কাজ বটে, কেউ আবার নিয়ম তৈরিতে সিদ্ধহস্ত। নির্ভর করে আপনি কতোটা গভীরে গেলেন বা যেতে পারলেন। হাঁটতে গেলেও একটা নিয়মে হাঁটা লাগে। তারপরও বলবো, কোনো প্রতিষ্ঠান কবি বা গীতিকার তৈরি করতে পারে না। কবিরা তৈরি হয়ে আসেন।

ফকির হযরত শাহ সম্পর্কে বলুন

-তার বেশ কিছু গান আমি সুর করেছি। গাইলাম এই প্রথম। এটা তার শুরুর সময়। তাই বেশী কথা না বলাই ভালো। কাউকে মূল্যায়ন করতে হলেও তার ধারাবাহিক কাজকর্মের একটা তালিকা করে গবেষণা করতে হয়। সে সময় এখনো আসেনি। শুধু এইটুকু বলবো, লেগে থাকলে হজরত শাহ ভালো করবে।

আপনি “মোল্লা স্যারের ক্লাসে” বা “সুলেখা”র মতো গান করেছেন। এবার একেবারে গতানুগতিক ধারার গান গাইলেন

-সব ধরণের গানই তো গান। গানে সারাদিন শুধু তত্ত্বকথা লাগাতে হবে, এমনও নয়। আমাদের সাধারণ আবেগ-অনুভূতির কথাও তো থাকবে।

আপনি ব্যস্ততম গীতিকার ও সুরকার। সামনে কী-কী কাজ আসছে?

-প্রতিদিন কাজ করি। অনেক গান করা আছে। সময়ে সব জানাবো। তবে আসিফ আকবের “বুলবুলি” ইমন খানের “রূপা আমার ভালোবাসা” বেলাল খানের নতুন গান একদম রেডি হয়ে আছে। যে কোনো সময় এগুলো রিলিজ হবে।

উল্লেখ্য, “ভালোবাসার নাম নেবো না মুখে” গানটির ভিডিও পরিচালক সাইফুল ইসলাম আর এটি প্রকাশ করছে আবর্তন মিডিয়া।

Tags

Related Articles

Close