ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
প্রথম দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২২৮
ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম দিনশেষে চালকের আসনে বসেছে স্বাগতিক বাংলাদেশ। দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২২৮। তরুন স্পিনার নাঈম হাসানের বোলিং কৃতিত্বে এদিন জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নেয় টাইগাররা। নাঈম হাসান নেন ৪ উইকেট এবং আবু জাুয়েদ রাহী নেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ইনিংসের শুরুর দিকে দলীয় ৭ রানে আবু জায়েদে বলে নাঈম হাসানের তালুবন্দি হন কাসুজা (২)। বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগে দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়ে ফেলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ওপেনার প্রিন্স মাসভাউরে ১০৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ব্যক্তিগত ৬৪ রানে তাকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন নাঈম হাসান। এরপর উইকেটে আসেন ব্রেন্ডন টেইলর। তিনি আউট হন ব্যক্তিগত ১০ রানে। নাঈম হাসানের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন অল-রাউন্ডার সিকান্দার রাজা (১৮)। মিডল অর্ডারে টিমিসেন মারুমাকে (৭) এলবিডাব্লিউ এর ফাদেঁ ফেলেন আবু জায়েদ।
বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, আইন্সলে এনডিলোভু, ভিক্টর নাউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা