ক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

জয় পেল সাকিবের রংপুর রাইডার্স

rangpurক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বিপিএলের আজকের প্রথম ম্যাচে মুশফিকের সিলেট সুপারস্টার্সকে ৬ রানে হারিয়েছে সাকিবের রংপুর রাইডার্স।  রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয় এটি।

বৃহস্পতিবার মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১০৯ রান করে রংপুর রাইডার্স। ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে ১৯.২ ওভারে ১০৩ রানেই অলআউট হয়ে যায় সিলেট সুপারস্টার্স।

রংপুর রাইডার্সের সাকিব- বরাবরের মতোই আলো ছড়িয়েছেন আজকের ম্যাচেও। অবদান রেখেছেন ৩৩ রান আর তিন উইকেট নিয়ে। হয়েছেন টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা।

সিলেটের ইনিংসের প্রথম ১০ ওভারে সিলেটের স্কোর ছিল ৫৬/৫। আর বিশ ওভার শেষে সিলেটের সংগ্রহ গিয়ে দাঁড়ায় সবক’টি উইকেট হারিয়ে ১০৩ রান।

শেষ দুই ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৪ রান। ১৯তম ওভারে ড্যারেন সামির দ্বিতীয় বলে মোহাম্মদ শহীদ চার মেরে ব্যবধান কমালেও পরের বলেই বোল্ড হয়ে যান তিনি।

শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৭ রান। তবু সেটা সম্ভব হয়নি মুশফিবাহিনীর।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুর অধিনায়ক সাকিব। ১৯ রানেই ফিরে যান সৌম্য সরকার (৭)। আগের ম্যাচে ছয়ে নামা সাকিব এদিন সৌম্যের বিদায়ের পরই তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন।

দলীয় ৫৪ রানের মধ্যেই ফিরে যান লেন্ডল সিমন্স (১৩), মোহাম্মদ মিথুন (৪) ও জহুরুল ইলসাম (৮)।

এরপর পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ২৬ রানের একটা জুটি গড়েছিলেন থিসারা পেরেরা।

ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ শহীদের দ্বিতীয় বলে বিদায় নেন সাকিব (৩৩)। পরের বলে আরফাত সানীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শহীদ। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ডাবল উইকেট মেডেন নিয়েই ওভার শেষ করেন সিলেটের এই পেসার, শেষ বলে একটি রান হয় শুধু লেগ বাই থেকে।

৩৭ বলে ২ চার ও এক ছক্কায় ৩৩ রানের ইনিংসটি খেলেন সাকিব। রংপুরের ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল থিসারা পেরেরা (২১) ও লেন্ডল সিমন্স (১৩)।

১২ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার শহীদ। এ ছাড়া নাজমুল ইসলাম, নাসুম আহমেদ ও রবি বোপারার ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

এবারের আসরে চার ম্যাচে এটা রংপুরের তৃতীয় জয়, আর তিন ম্যাচের সবগুলোতেই হারল মুশফিকুর রহিমের সিলেট। প্রথম দুই ম্যাচেই ১ রানে হারে তারা!

Tags

Related Articles

Close