জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

কালিহাতীর এলেঙ্গায় দুমড়ে মুচরে গেল মাইক্রোবাস, নিহত দুই

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গার জালদো ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে একজন আনসার সদস্য মো. ছানোয়ার হোসেন (৪২) ও আরেকজন টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। এরা দুজনই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন- মো. আলমগীর হোসেন (৪০), মো. রুমান (৩৬), মো. জিল্লুর রহমান (৩৫)।

আহতদের ঠিকানা জানা যায়নি বলে জানিয়েছে পু্লশি। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ওই ব্যক্তিরা মাইক্রোবাসযোগে রংপুরের যাচ্ছিল। এলেঙ্গার একটি তেলের পাম্প থেকে গাড়িতে তেল উঠিয়ে জালদো ব্রিজের কাছে পৌঁছালে সামনে থেকে আসা অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আনসার সদস্য ও টোব্যাকো কোম্পানি কর্মকর্তা নিহত হয়। এতে আহত হয় ড্রাইভারসহ তিনজন। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Close