বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে ১২ কেজি গাজাসহ ৪ জন গ্রেফতার
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাজাসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভূঞাপুর বামনহাটা গ্রামের খন্দকার হাবিবুর রহমান (কমান্ডার) এর ছেলে খন্দকার রাছেল (২৮), ওমর আলী খানের ছেলে মো. আনোয়ার খান (৩৫), তোতা শেখের ছেলে সাইফুল শেখ (২২) বামন হাটা (পশ্চিম পাড়া) এবং মধুপুর উপজেলার কুড়িবাড়ী গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. ময়েন উদ্দিন শেখ (৩৬)।
এ প্রসঙ্গে সোমবার দুপুরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জেলা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ এর নেতৃত্বে ভূঞাপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে বস্তাভর্তি প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃত চার জনই পেশাদার মাদক বিক্রেতা। তারা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে মাদক বিক্রি করে বলেও জানান তিনি।