ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
কাউন্টিতে কন্ডিশন আমার জন্য কোনো সমস্যা না : তামিম
জেড.আই জহির : ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিতে তামিম ইকবাল এখন ইংল্যান্ডে। আট ম্যাচের জন্য তামিমের সঙ্গে চুক্তি করেছে এসেক্স।
শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তামিম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। আজকের ম্যাচে মাঠে নামবে তামিম নিশ্চিত করেছে এসেক্স।
বিগত শুক্রবার প্রথম ম্যাচে সারের কাছে ২ উইকেটে হেরেছে এসেক্স। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদেরকে।
এদিকে কাউন্টি ক্রিকেট খেলতে মুখিয়ে দেশসেরা টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। আমি রবি বোপারা, রায়ান টেন ডয়েসকাট এবং আসহার জাইদির সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। পরিবেশটা তাই আমার জানা। ইংল্যান্ডে খেলাটাকে সব সময়ই উপভোগ করি। আশা করছি এসেক্সের হয়ে এ প্রতিযোগিতায় ভালো কিছু করার চেষ্টা করব।’
উল্লেখ্য এসেক্সে তামিমের সতীর্থ হয়ে মাঠ মাতাবেন রবি বোপারা, রায়ান টেন ডয়েসকাট, আসহার জাইদি, মোহাম্মদ আমির, ড্যান লরেঞ্চ, সায়সন হার্মার এর মত ক্রিকেটাররা।