বাংলাদেশসর্বশেষ নিউজ
সখীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কচুয়া বাজার বণিক সমিতি ও গ্রামবাসী। আজ বুধবার সখীপুর-সাগরদিঘী সড়কে উপজেলার কচুয়া বাজারে বিক্ষোভকারীরা সকাল সাড়ে আটটা-দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও এস এম রফিকুল ইসলাম ও পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. শাহাদত হোসেন ঘটনাস্থলে গিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
গত দুই মাস ধরে ওই এলাকায় ২৪ ঘন্টার মধ্যে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকায় পানির অভাবে ইরি-বোরো ফসল ক্ষতিগ্রস্ত ও জমি ফেঁটে যাওয়া, পোলট্রি খামারে মুরগির বাচ্চা মরে যাওয়াসহ টিভি ও ফ্রিজ বন্ধ থাকায় তারা এ কর্মসূচি পালন করেন।
পোলট্রি খামারি ও কচুয়া বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া বলেন, প্রতি ২৪ ঘন্টায় মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ থাকলেও ভোল্ডেজ থাকে না। ফলে মরে যাচ্ছে খামারের মুরগির বাচ্চা, ইরি-বোরো ফসল। ফ্যান ঘুরে না, ভাল্ব জ্বলে মিটিমিটি। ক্ষতিগ্রস্ত হচ্ছে পোলট্রি খামারি, গভীর নলকুপের মালিক ও প্রান্তিক চাষিরা।
কচুয়া গ্রামের গভীরনলকুপের মালিক সানোয়ার হোসেন জানান, স্কীমে পানি দিতে না পারায় জমির ফসল মরে যাচ্ছে। মাটিও ফেঁটে চৌচির হচ্ছে।