বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরের ডাকঘরটি এখন গণশৌচাগার 

images-1সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সীমানা প্রাচীর ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রধান ডাকঘরটি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। কুরিয়ার সার্ভিস ও ব্যাংকিং ব্যবস্থা, ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা উন্নত হওয়ায় ডাক বিভাগের কার্যক্রম মুখ থুবড়ে পরেছে।

ডাকঘরের মূল্যয়ান কমে যাওয়ায় আর সখীপুরের ডাকঘরটির নিরাপত্তা না থাকায় অবাধে পথচারী লোকজন সীমানার ভেতরে প্রস্রাব-পায়খানা করছে। ফলে ডাকঘরের আশপাশে দুঃগর্ন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট করছে।

সরেজমিনে ডাকঘরটি পরিদর্শন করে জানা যায়, ১৯৭৬ সালে সখীপুরের প্রধান ডাকঘর প্রতিষ্ঠিত হয়। ৩৩ শতাংশ জমিতে ১৯৮৬ সালে ভবন সহ সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। গত ১০ বছর ধরে সীমানা প্রাচীর ভেঙ্গে যাওয়ায় আর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ডাকঘরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে সখীপুর ডাকঘরের পোস্ট মাস্টার মো. জামাল হোসেন বলেন, ডাকঘরটি পুনর্নির্মাণের জন্য ডাকবিভাগের ডিজি (ডিরেক্টর জেনারেল) বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু কত দিনে ডাকঘরটির পুনর্নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এর কোন আভাস পাইনি। তিনি আরও বলেন ডাকঘরটির নাজেহাল অবস্থার কারণে পোস্ট ই-সেন্টার (ডিজিটাল সেন্টার) এর কার্যক্রম স্থগিত রয়েছে।

Tags

Related Articles

Close