ক্যাম্পাসসর্বশেষ নিউজ
এবার পদত্যাগ পত্র দিলেন রাবি ছাত্র উপদেষ্টা
রাবি প্রতিনিধি: জনসংযোগ দপ্তরের প্রশাসকের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রেজিস্টার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এম এ বারী বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
এ তথ্য নিশ্চিত করেন ছাত্র উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান।
তিনি জানান, আমি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আমাকে অব্যাহতি দেওয়া হবে কিনা তা এখনও জানায়নি। নিয়োগ না দেওয়া পর্যন্ত আমি এ দায়িত্ব পালন করে যাব।’
এ বিষয়ে রেজিস্টার মো. এম এ বারীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ড. মো. মিজানুর রহমান।
উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান নিয়োগের পর কোনো নিদের্শনা ছাড়াই রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগার প্রশাসক, কলেজ পরিদর্শক ও প্রক্টর পদত্যাগ করেন। সর্বশেষ রোববার (১৩ অগাস্ট) দায়িত্বে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন জনসংযোগ প্রশাসক মশিহুর রহমান।