জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

খালেদার আপিল শুনানি বৃহস্পতিবার

khaleda_35109 নিউজরুমবিডি.কম:  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ সোমবার শুনানির দিন ধার্য করে এই আদেশ দেন।
খালেদা জিয়ার সময় আবেদনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এদিকে খালেদা জিয়ার এই আপিল হাইকোর্টে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন আপিল বিভাগ। এর বিরুদ্ধে রিভিউ করেছেন খালেদা জিয়া। আজ শুনানি নিয়ে এর ওপর আদেশ দেয়ার জন্যও ১২ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর এবং তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের ছয় জনকেই অর্থদণ্ডও দেয়া হয়।

রায় ঘোষণার দিন থেকেই রাজধানীর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Related Articles

Close