বিনোদন

এবার পরিচালক নিশীতা বড়ুয়া

Image may contain: Nishita Barua, hat, mountain, outdoor, closeup and nature

রাফিউজ্জামান রাফিঃ তিভাবান মানুষদের কতোই না গুণ। কথায় আছে না, ‘আল্লাহ যাকে দেন তাকে সবই দেন’। এই যেমন নিশীতা বড়ুয়া। তার সমসাময়িক নারী কন্ঠশিল্পীদের কন্ঠ যখন একই ধাচের, একই আঁচের, কন্ঠ শুনে এ বগাচ্ছে না ও গাচ্ছে অনেক সময় গুলিয়ে যায়, ঠিক সেসময় নীশীতা বড়ুয়ার কন্ঠটি একেবারেই আলাদা। ঠিক যেন নিজের মতো। যত দূর থেকেই তার গান বাজুক না কেন, যে শুনবে সে বলে দিতে পারবো এটা নিশীতা গাইছেন। এমনই তার সাতন্ত্রতা। এর মধ্যে সময়ের শ্রতে গা না ভাসিয়ে নিজের ঝুলিতে নিচ্ছেন ভাল গান। হিন্দি গানেও কন্ঠ দেয়া হয়ে গিয়েছে তার। সর্বদা ব্যতিক্রমতার স্বাক্ষর রাখা নিশীতা এবারো আলাদা কিছু করলেন। আর তা হলো নিশীতা এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। অনেকে হয়তো ভাবতে পারেন গানের মানুষ নিশীতা হয়তো এবার সঙ্গীত পরিচালনায় নাম লিখিয়েছেন। আসলে কিন্তু একদমই তা না। গানের মানুষ নিশীতা এবার পরিচালনা করেছেন তার নিজের গাওয়া গানের একটি মিউজিক ভিডিও। গানটির শিরোনাম মা। গানটি লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ হাসান বাবু।

সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে পরাণের গান নামক ইউটিউব চ্যানেলে। নীশিতা বলেন, ‘ আমার মা’ই আমার কাছে পৃথিবী। তাই মাকে নিয়ে গাওয়া এই গানটি গেলো মা দিবসে প্রকাশের ইচ্ছে ছিলো। কিন্তু সেই সময় প্রকাশ পেলে তা খুউব তাড়াহুড়া করেই করা হতো। আমার নিজেরই ভালো লাগছিলোনা। যে কারণে একটু সময় নিয়ে যতœ করে গানটি প্রকাশ করেছি। মিউজিক ভিডিও নির্মাণ করেছি আমি নিজেই। তবে এটা নিয়মিত করতে চাই না। কারণ অনেক কাজ একসঙ্গে করলে আইডিনটিটি ক্রাইসিসে পড়তে হয়। গানেই পূর্ণ মনোযোগ দিতে চাই। মা গানটি শোনার জন্য বিশেষ অনুরোধ রইলো।’

 

Tags

Related Articles

Close