বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের মির্জাপুর পৌর ও উপজেলা শিবির নেতা গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মির্জাপুর পৌর শাখার সভাপতি ও উপজেলা অর্থবিষয়ক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, চাপাতি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
সোমবার গভীর রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০নং গোড়াই ইউনিয়নের গোড়াই উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন মির্জাপুর পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও গোড়াই জয়েরপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৯) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও দেওহাটা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সোহাগ হোসেন (১৮)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন মাইন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, গ্রেফতারকৃত ছাত্র শিবিরের ঐ দুই নেতা ও তাদের সহযোগিরা নাশকতার উদ্দেশ্যে গোড়াই এলাকায় সংঘবদ্ধ হয়ে সভার আয়োজন করছে। খবর পেয়ে ডিবি পুলিশের সহযোগিতায় একদল পুলিশ গোড়াই সোহাগপাড়া এলাকায় হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ও জামায়াতের কতিপয় সদস্য পালিয়ে গেলেও নাইম ও সোহাগকে পুলিশ ধরে ফেলে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাদের অপর সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।