জেড.আই জহির: পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের কাছে উদ্ভোধনী ম্যাচে ৪৫ রানে হেরে এশিয়া কাপ মিশন শুরু করেছিল টাইগাররা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে জয়ে ফিরেছে স্বাগতিক বাংলাদেশ। আজ ১২ তম এশিয়া কাপের পঞ্চম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। জয়ের বিকল্প কিছু ভাবছেনা টাইগার শিবির কিংবা সমর্থকরা।
রবিবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মাঠে নামবে উভয় দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলার সরাসরি ধারাবিবরনী প্রচার করবে রেডিও ভুমি “এফএম ৯২.৮”।
এদিকে কেমন হতে পারে আজকের টাইগার একাদশ? এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেটপ্রেমীরা। তবে বলা যায়, ফুরফুরে মেজাজ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়া দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা টাইগার একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি। কারণ ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি থাকলেও বাংলাদেশের বোলিং বিভাগ ভালোই করছে। তবে যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে উইকেট রক্ষক নুরুল হাসানের পরিবর্তে মাঠে দেখা যেতে পারে মিষ্টার ফিনিশার নাসির হোসেন কে।
এবার চলুন দেখে নেই, এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
সাইড বেঞ্চে বসে কাটাবেঃ ইমরুল কায়েস, নাসির হোসেন, আরাফাত সানি ও আবু হায়দার রনি।