বাংলাদেশসর্বশেষ নিউজ
যানজটে অতিষ্ট হয়ে উঠেছে টাঙ্গাইল শহরবাসির জনজীবন
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: দৈনন্দিন যানজটে অতিষ্ট হয়ে উঠেছে টাঙ্গাইলবাসির জনজীবন। সকালের শুরু থেকে রাত পর্যন্ত এ শহরবাসির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক নতুন বাস টার্মিনাল থেকে কেন্দ্রীয় গোরস্থান মোড় বেবীস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে বেশিরভাগ সময় সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়াও দিনের সবটুকু সময় ধরে রয়েছে যানবাহনের ধীরগতি। এর মধ্যে এ সড়কের নতুন বাস টার্মিনাল, হাসপাতাল মোড়, কলেজগেট, সুপারী বাগান মোড়, পুরাতন বাসস্ট্যান্ড মোড়, প্রধান পোস্ট অফিস মোড়, নিরালা মোড়, মদের ঘরের মোড় ও শান্তিকুঞ্জ মোড়, এছাড়াও কেন্দ্রীয় গোরস্থান মোড় বেবীস্টান্ড উল্লেখযোগ্য।
অন্যদিকে শহরের দ্বিতীয় প্রধান সড়কের তালতলা ও বটতলা মোড়ও যানজটের উল্লেখযোগ্য স্থানে পরিনত হয়েছে। এর ফলে শহরবাসির দৈনন্দিন জীবনযাপন হয়ে উঠেছে কষ্টকর। এ অবস্থা থেকে উত্তরণে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগ তৎপর থাকলেও স্বস্তি ফিরছেনা শহরবাসির যোগাযোগ ব্যবস্থায়। এ সড়কে চলাচলরত যাত্রিদের অভিযোগ, এ যানজট বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের ধারণ ক্ষমতার অধিক চলাচল ব্যাটারী চালিত অটোরিক্সা।
এছাড়াও রয়েছে শহরের শাখা সড়ক বেবীস্ট্যান্ড কান্দাপাড়া থেকে মুসলিমপাড়া তালতলা সড়কটি ভয়াবহ খানাখন্দকের কারণে যান চলাচল বন্ধ থাকাসহ শহরের পশ্চিম টাঙ্গাইলে যাতায়াতরত মেডিসিন মার্কেট সড়ক, কলেজপাড়া সড়ক ও সমবায় মার্কেট সড়কে যানচলাচল বন্ধ রাখাও এ যানজট সৃষ্টির একটি উল্লেখযোগ্য কারণ। এ যানজটের কারণে শহরের প্রতিটি মানুষের কর্মস্থলে যোগদান, ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতসহ দৈনন্দিন কর্মকান্ড ব্যাপক ভাবে বাধাগ্রস্থ হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও হাসপাতালে যাতায়াতরত রোগী ও স্বজনরা। যানজটের এ সমস্যা নিরসনে তাদের দাবি দ্রæত শহরের প্রতিটি সড়ক উন্নয়ন করে যাতায়াত উপযোগি করে তোলাসহ চলাচলরত কাগজপত্র বিহীন ব্যাটারী চালিত অটোরিক্সার সংখ্যা কমিয়ে আনা।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হক জানান, শহরের প্রধান তিনটি সড়কের মধ্যে দুটি সড়ক খানাখন্দকে ভরা, এবং যানচলাচলের অনুপযোগি হয়ে উঠায় শহরের অন্যতম প্রধান সড়ক নতুন বাস টার্মিনাল থেকে কেন্দ্রীয় গোরস্থান মোড় বেবীস্টান্ড এলাকা পর্যন্ত সড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারছেনা। এ কারণে অধিকাংশ সময় যানজট লেগে থাকাসহ ধীরগতিতে চলাচল করছে গাড়ী। এ অবস্থা থেকে উত্তরণে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।