ক্রিকেটক্রিকেটখেলাধূলা

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Walton-T-20-Series (2016)জেড.আই জহিরঃ বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার ওয়ালটন চারম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হচ্ছে বিকালে। বাংলাদেশ সময় বিকাল ৩.০০টায় খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই চারম্যাচ টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে আছে। সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরি জর্জরিত টাইগার একাদশে বেশকিছু পরিবর্তন আসছে এটা নিশ্চিত।

বুধবার খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে উভয় দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩:০০টায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি) স্টার স্পোর্টস-৪। এছাড়াও শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলার সরাসরি ধারাবিবরণী প্রচার এফএম রেডিও চ্যানেল “রেডিও ভুমি ৯২.৮” ও বাংলাদেশ বেতার।

বাংলাদেশ দলে আজ বেশ কিছু পরিবর্তন আসতে পারে। কারণ, ইনজুরিতে পরায় আজকের ম্যাচে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। অনুশিলনে চোট পাওয়ার কারণে মূল একাদশে নাও থাকতে পারে তামিম ইকবাল। অন্যদিকে আল-আমিন হোসেন ও শুভাগত হোমকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

তাহলে কেমন হচ্ছে আজকের টাইগার একাদশ। তামিমের অনুপস্থিতে থাকতে পারেন ইমরুল কায়েস। সৌম্য সরকারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামতে পারেন তিনি। তবে তামিমের জন্য ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। মুশফিকুর রহিমের স্থানে আসতে পারেন নবাগত মোসাদ্দেক হোসেন। এদিকে তাসকিন আহমেদ, মোহাম্মদ শহিদ, মুক্তার আলী ও আবু হায়দার এই চারজনের মধ্যে যেকোনো তিনজনকে সেরা একাদশে দেখা যেতে পারে।

তার আগে চলুন দেখে নেই কেমন হতে পারে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের সেরা একাদশ।

সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল/ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুক্তার আলী, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

Tags

Related Articles

Close