বাংলাদেশসর্বশেষ নিউজসাহিত্য

টাঙ্গাইল মুক্ত দিবসে দুই বাংলার কবিদের মিলনমেলা

tan 11.12নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ শুক্রবার টাঙ্গাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ভারতীয় মিত্র বাহিনীর সহায়তায় মুক্তি বাহিনী টাঙ্গাইলকে মুক্ত করেছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতেই সকাল থেকে শুরু হয় দুই দিনব্যাপী বাংলা কবিতা উৎসব। এটি দুই বাংলার কবিদের নিয়ে চতুর্থ আয়োজন।
বাংলাদেশ ও ভারতের কবিদের নিয়ে কবিতা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের আয়োজনে স্থানীয় ভাসানী হলে অনুষ্ঠিত বাংলা কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন এমপি, কবি কাজী রোজী এমপি, ভারতের কবি দেবী রায়, শ্যামল কান্তি দাশ, বাংলাদেশের কবি আল মুজাহিদী, বুলবুল খান মাহবুব, অসীম সাহা, রফিকুর রশীদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ, কবি মাহমুদ কামাল, গবেষক ও প্রকাশক খান মাহবুব প্রমুখ।বাংলাদেশের শতাধিক ও ভারতের ২৮জন কবি এ উৎসবে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Tags

Related Articles

Close