বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

Jhenidah-vitamin-a+-campainমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা: আরিফ আহম্মেদ।

অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা ভিটামিন-এ এর বিভিন্ন উপকারি দিক তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।

আগামী ৫ আগস্ট ঝিনাইদহ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩০ হাজার ৫শ’ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৪৪ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালা থেকে জানানো হয়।

Tags

Related Articles

Close