ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

অনুশীলনে ফিরছেন মুশফিক

15823658_1881587978740497_7772551167533996446_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে প্রায় দুই সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম। যার পরণায় পরের দুটি ওয়ানডেতে দর্শক হিসেবেই ছিলেন টাইগার টেস্ট দলপতি।

শনিবার টাইগারদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন বলেন, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও অনুশীলনে ফিরছেন মুশফিকুর রহিম। নেলসন থেকে নেপিয়ারে যাওয়ার পর মুশফিক নেটে ব্যাট করতে পারেন বলে জানান তিনি।

মুশফিকের অনুশীলনে ফেরা প্রসঙ্গে ভিল্লাভারায়ন বলেন, ‘মুশফিক ভালো করছে। সে স্ট্রেচিং এবং জগিং করছে। তাকে ভালোই মনে হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক হয় নেপিয়ারে দলের ব্যাটিং সেশনে সে অংশগ্রহণ করতে পারে। আগামীকাল না পারলেও সে পরের দিনের জন্য প্রস্তুত হতে পারে।’

এদিকে অনুশীলনে ফিরলেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই মিস করতে পারেন মুশফিক। তবে ১২ জানুয়ারি প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন টাইগারদের এই টেস্ট অধিনায়ক। ফলে প্রথম টেস্টেই গ্ল্যাভস এবং অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে মুশফিককে।

Tags

Related Articles

Close