জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে রবিদাস জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গেজেটে অর্ন্তভূক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিষ্ঠান আইন-২০১০ এর তালিকা থেকে বাদ পরা রবিদাস জাতিগোষ্ঠীকে গেজেটে অর্ন্তভূক্তি করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে শহরের কান্দাপাড়া রবিদাস কলোনী থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রধান মন্ত্রীর পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ১১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলিম, ৬নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীম,সংগঠনের উপদেষ্টা জয়লাল রবিদাস, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি কৈলাশ রবিদাস,সাধারন সম্পাদক শ্রী সুভাষ রবিদাস,যুগ্ম-সাধারন সম্পাদক তপন রবিদাস, সাংগঠনিক সম্পাদক সনজিৎ রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।