বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন”

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর নিজস্ব উদ্যোগে বন্যা দূর্গত অসহায়, দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবন, ওষুধ, স্যালাইনসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

“টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল জানান, সংগঠণটি প্রতিষ্ঠার পর থেকে আমরা নিজেদের প্রচেষ্টায় বিনামূল্যে রক্তদান,বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। করোনাকালীন দূর্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। সহায়-সম্বলহীন পরিবারকে আর্থিক সহযোগিতাসহ নানা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পালন করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ-সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক বাবুল হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহিদুল ইসলাম মোহিদ, যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বøাড বিষয়ক সম্পাদক রিফাত আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাদিদ ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক দিপা মনি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উর্মি আক্তার, সম্মানিত সদস্য ফরিদ খান, লিটন ঘোষ, যুবরাজ খান, অনিক ও তারেক মিয়া প্রমূখ।

Related Articles

Close