খেলাধূলাসর্বশেষ নিউজ

ডালমিয়ার উত্তরসূরি সৌরভ

gangulyস্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সৌরভ গাঙ্গুলিকে দেয়া হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্ব।

বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৌরভ গাঙ্গুলিকে সিএবির দায়িত্ব দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে।

মমতা ব্যানার্জি সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করে বলেন,‘তার (ডালমিয়া) দায়িত্ব কাউকে নিতেই হবে। আমার মতে সৌরভ গাঙ্গুলি এই পজিশনের জন্যে যোগ্য। আশা করছি তার মতই সৌরভও সঠিক পথে দায়িত্ব পালন করবে।’

সিএবির যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক -নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ডালমিয়ার জায়গায় কাজ করাটাকে আরও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘জীবনের প্রত্যেকটি কাজই চ্যালেঞ্জিং। এটাও আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে খুশি অভিষেক পরিচালনা পরিষদে আসছে। আমি, কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে, সাধারণ সম্পাদক সুবির গাঙ্গুলি একসঙ্গে কাজ করব। আশা করছি কোনো সমস্যা হবে না। সিএবির ১২১ জন সদস্য সিএবিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

 

Related Articles

Close