ক্রিকেটক্রিকেটখেলাধূলাজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ফের ইনজুরিতে মাশরাফি

১৪ টি সেলাই নিয়েও খেলতে চান আগামী ম্যাচ

তাঁর পুরো ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বড় বাঁধা ইনজুরি। আবারো ইনজুরির কবলে পরে মাঠ ছাড়তে হলো ঢাকা প্লাটুন ও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার রাতে খুলনা টাইগার্সের রান তাড়ায় একাদশ ওভারের ঘটনা সেটি। মেহেদি হাসানের বলে ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। বল তীব্র গতিতে উড়ে যাচ্ছিল কাভার দিয়ে। মাশরাফি বাঁদিকে ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন ক্যাচ নিতে। কিন্তু পারেননি হাতে জমাতে। বল তার হাতে ছোবল দিয়ে রেখে যায় ছাপ।

মাঠে মাশরাফির তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছিল ব্যথার তীব্রতা। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তখনই। আর মাঠে ফিরতে পারেননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঢাকার প্রতিনিধি হয়ে আসা এনামুল হক জানান, অনেকটাই কেটে গেছে তাদের অধিনায়কের হাতের তালু। পরে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান নিশ্চিত করেন, মাশরাফির হাতে সেলাই দিতে হয়েছে ১৪টি।

এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মখোমুখি হবে ঢাকা প্লাটুন। সেই ম্যাচে তো বটেই, বিপিএলের বাকিটায় মাশরাফির মাঠে নামা নিয়ে শঙ্কা থাকছে যথেষ্টই

তবে ইনজুরির সাথে বার বার লড়াই করে মাঠে ফেরা মাশরাফির কন্ঠে অন্য সুর। তিনি গুরুত্বপুর্ণ এ ম্যাচটিতে খেলতে চান বলে জানা গেছে। তার ছোট ভাই মোর্সালিন বিন মর্তুজা ফেসবুকে এক স্ট্যাটাসের মাশরাফির সেলাইকরা ক্ষত হাতের ছবি পোস্ট করে লিখেছেন- ১৪ টি সেলাই! এখনো সে বলছে ‘আমি আগামী ম্যাচ খেলতে যাচ্ছি’।

 

Related Articles

Close