অর্থনীতিবাংলাদেশসর্বশেষ নিউজ

অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশ

pay scaleনিউজরুমবিডি.কম: মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে প্রকাশিত হলো সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন স্কেলের গেজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেতন স্কেলের এ গেজেটের মোড়ক উন্মোচন করেন।

 

গেজেট প্রকাশের সময়, গেজেট প্রকাশকে  সরকারি চাকারিজীবীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

জানা যায়, ড. ফরাস উদ্দিনের নেতেৃত্বে গঠিত অষ্টম পে-কমিশন টাইমস্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ার সুপারিশ করে। একই সঙ্গে কমিশন সরকারি চাকরিজীবীদের বর্তমান ২০টি গ্রেড থেকে কমিয়ে ১৬টি গ্রেড করার সুপারিশ করে। কিন্তু সচিব কমিটি পে-কমিশনের বেশ কিছু সুপারিশে সংশোধন আনে। এর মধ্যে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ বহাল রাখলেও সচিব কমিটি পে-কমিশনের ১৬টি গ্রেডের সুপারিশের পরিবর্তে ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করে। চূড়ান্ত পর্যায়ে সেটাই বহাল রাখা হয়।

 

Tags

Related Articles

Close