খেলাধূলা
অবশেষে পাকিস্তানের মাটিতে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কমঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের বাসে বন্দুকধারীদের হামলার পর এই প্রথম কোনো শীর্ষ আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করছে।
জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে সিরিজ শুরু হবে আগামী শুক্রবার। এ সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ মে। ২৬ মে হবে প্রথম ওয়ানডে। বাকি দুটি ওয়ানডে ২৯ ও ৩১ মে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালের মার্চ মাসে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঢোকার পথে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের ওপর হামলা করেছিল বন্দুকধারীরা। কয়েকজন খেলোয়াড় এতে আহত ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আর সাধারণ মানুষ মারা যান এ হামলায়। এরপর থেকে পাকিস্তানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।
সবগুলো ম্যাচই পরিচালনা করবে পাকিস্তানের স্থানীয় আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। ম্যাচগুলো যদিও আইসিসির স্বীকৃত ম্যাচ হবে- তবুও পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ পরিচালনা করতে আইসিসি তাঁদের আম্পায়ার ও ম্যাচ রেফারি পাঠাবেনা।