জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
সখীপুরে পৌর মেয়র প্রার্থী আহাম্মদ আলীর মতবিনিময় সভা
সখীপুর প্রতিনিধি: সখীপুর পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনের মেয়র প্রার্থী, সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব আহাম্মদ আলী মিয়ার নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সখীপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডে অবস্থিত রাবেয়া ওয়াহেদ বিদ্যালয় স্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিমিয় সভায় আলহাজ্ব মুন্সি মোবারক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান, সখীপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান , বোয়ালী ডিগ্রি কলেজর অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সুলতান শরীফ পান্না, সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী মিয়া, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম রফিক, সখীপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হান্নান, ০৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ, পৌর আওয়ামীলীগের সদস্য মতিয়ার রহমান খান সহ প্রমুখ। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আহাম্মদ আলী মিয়া ২০১৩ সাল থেকে সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় টিউটোরিয়াল কেন্দ্র (সখীপুর আবাসিক মহিলা কলেজ) এর এইচএসসি, বিএ, বিএসএস প্রোগ্রাম এর সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তিনি সখীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন ০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর দায়িত্ব পালন করেছেন। সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ (বাসাইল- সখীপুর) টাঙ্গাইল ০৮ এর ও উপজেলা পরিষদ নির্বাচন ২০০৯ (সখীপুর) এর নির্বাচন পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদ উপ নির্বাচন ( টাঙ্গাইল ০৮) ২০১৪, উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯, জাতীয় সংসদ উপ নির্বাচন ১৯৯৯ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগের কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ আহাম্মদ আলী মিয়া ‘মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২০” পেয়েছেন।এছাড়াও তিনি মুন লাইট স্টা’রস ইয়ং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন। গড়গোবিন্দপুর চটানপাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সখীপুর থানা জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আলোচনা সভা শেষে মোনাজাত ও তবারক বিতরন করা হয়। মতবিনিময় সভায় আহাম্মদ আলী মিয়া তাঁর বক্তব্যে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সখীপুর পৌরসভাকে মডেল পৌরসভা গঠনের লক্ষ্যে মেয়র পদে সখিপুর পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন।