বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে দু’দিন ব্যাপি স্বাস্থ্য মেলা শুরু
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্তরে মঙ্গলবার সকালে দু’দিন ব্যাপি স্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে। নারীপক্ষ, আরপিডিও ও ইউনিসেফের সহযোগিতায় ‘এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল’ শ্লোগানে ওই মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোছা. মনোয়ারা বেগম।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর, সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাইদ, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খান, টাঙ্গাইল ম্যাটস’র অধ্যক্ষ ডা. একেএম সিদ্দিকুর রহমান, টাঙ্গাইল পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া, নারীপক্ষের প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাডভোকেট ইউএম হাবিবুন নেছা।
মেলায় স্বাস্থ্য বিষয়ক ৯ টি নানাবিধ পরামর্শক স্টল অংশ নেয়। মেলা বুধবার বিকাল পর্যন্ত চলবে।