খেলাধূলাসর্বশেষ নিউজ

কিস্তিতে বকেয়া পরিশোধ করতে চায় বরিশাল বার্নাস

barisalজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসরের দিনক্ষন যত ঘনিয়ে আসছে ততই যেন ঘুম ভাঙছে পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাষ্যমতে আগের দুই আসরের পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর কম-বেশি বকেয়া আছে সবারই। এতদিন ধরে বকেয়া পরিশোধ না করার কারণে বিসিবি তাদের বকেয়া পরিশোধ করার জন্য নির্ধারিত সময় বেধে দেয়। আর তাতেই যেন নড়েচড়ে বসে পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলো। বকেয়া পরিশোধ করতে প্রস্তুত বিসিবির দেওয়া ২৭শে আগষ্টের মধ্যেই।

বিসিবির দেওয়া সময়ের আগেই প্রথম দল হিসেবে বকেয়া পরিশোধ করেছে রংপুর রাইডার্স। এরপর গত শনিবার বিসিবির কর্মকর্তাদের সাথে দেখা করে নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া পরিশোধ করার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান নাফিসা কামাল। এবার সেই রাস্তাই অবলম্বন করলেন বরিশাল বার্নার্স।

রবিবার বিকেলে বিসিবির অফিসে এসে দেখা করেন বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপের কর্মকর্তাবৃন্দ। বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে চায় বরিশাল বার্নার্স। তবে বিসিবির কাছে নতুন প্রস্তাব ছুড়ে দিয়েছে তারা। তারা তাদের বকেয়া বিল পরিশোধ করতে চায় কিস্তিতে।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর আলিফ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আজিমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা প্রথম থেকেই বিপিএলের টুর্নামেন্টে অংশ নিচ্ছি। আমরা আমাদের অাবেদনের কথা বিসিবিকে জানিয়েছি। তারা নিশ্চয়ই আমাদের বিষয়টি ভেবে দেখবেন। আমাদেরকে সুন্দরভাবে ভাগ করে দিক। এইভাবে পর্যায়ক্রমে তোমরা বকেয়া দিয়ে দাও। তাহলে আমরাও দিতে পারলাম, তারাও গ্রহণ করল। আমরা এখন তাদের এবং সামনের দিকেই তাকিয়ে আছি।”

এদিকে শনিবার মিরপুরে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বরিশাল বার্নার্সের বিসিবির কাছে বকেয়া আছে ৬ কোটি ৫০ লাখ টাকা। যদিও আজিমুল ইসলাম রোববার এই অংকের সঙ্গে দ্বিমত পোষণ করলেন। তাদের দাবি, অনেক খেলোয়াড়দের টাকা তারা পরিশোধ করেছেন।

Related Articles

Close