বিনোদন

আমার হাফপ্যান্ট পড়া ছবি দেওয়া প্রসঙ্গে কিছু কথা II সানাই

 

Image may contain: 1 person, closeup

বিনোদন ডেস্কঃ ব্রেস্ট ইমপ্ল্যান্টের পর থেকেই সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না। আর ফেইসবুকে ইউজার যেন তাকে পেয়ে বসেছে। তার আইডি বা পেইজে একটা ছবি দিলেই তাতে শুরু হয় কমেন্ট প্রতিযোগীতা। তবে নিজের ছবি বা পোস্টে এই কমেন্টের ঝড়েও সন্তুষ্ট নন সানাই। কেননা কমেন্টগুলোর অধিকাংশই তাকে খোচা দিয়ে অথবা নোংরা ভাষায় আক্রমন করে। তবে এর মধ্যে তিনি সমাজ সেবামূলক কাজেও নিজেকে জড়িয়েছেন। তিনি মরনোত্তর চক্ষু দান করেছেন। কিন্তু ফেইসবুক ইউজারদের তার এই মহৎ কাজের দিকে মনোযোগ যতটা তার চেয়ে বেশি মনযোগ তার স্বল্পবসনা ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করাতে। গতকাল এনিইয়ে সানাই তার ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরে হলো।

আমার  চোখ দান করার 
আমার বাচ্চাদের সাথে সময় কাটানো
আমার হাফপ্যান্ট পড়া ছবিদেওয়া প্রসঙ্গে কিছু কথা!

হুম উপরের তিনটা মানুষই আমি, সানাই!
হাফ প্যান্ট পড়ে ছবি দিলে সে খারাপ আর ফুল প্যান্ট পড়ে ছবি দিলে সে ভালো!
আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন এই উপমহাদেশের মানুষ মন থেকে শিক্ষিত হবে কাগজে কলমে শিক্ষিত হওয়ার পাশাপাশি!
সেই দিন হয়তো আমার নাম টা অস্পষ্ট স্বরে উচ্চারিত হবে কারো জ্বয়ধ্বনীতে, না হয় কারো দীর্ঘশ্বাসে!
তবুও কিছু যায় আসে না আমার কারণ আমার কাজগুলো আমি করবোই, আমাকে যে করতেই হবে!
কেউ না কেউ মশাল জ্বালাবে, পথ দেখাবে! সেটা আমি না হয়ে অন্য কেউ হলেও দেখাবে!
পরিবর্তন সময়ের নিয়ম!
This society is so judgemental to get the good!
When it will be recovered???
Am waiting………

Tags

Related Articles

Close