ক্যাম্পাসরাজনীতিসর্বশেষ নিউজ
শিবির সন্দেহে রাবি শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ ও হল প্রশাসন।
বৃহস্পতিবার সকালে শহীদ জিয়াউর রহমান হল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক আবু সালেহ শাহিন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে জিয়া হলের ১২২ নম্বর কক্ষে থাকতো। তবে তার বরাদ্দকৃত হল শের-ই-বাংলা ফজলুল হক।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহিনের সাবেক কক্ষ ১০৫ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে তার কম্পিউটার থেকে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসাইন সাইদীর বক্তব্যের ভিডিও ও শিবিরের কিছু নথি পাওয়া যায়। সেসময় শাহিনকে মারধর করে ছাত্রলীগকর্মীরা। পরে আজ বৃহস্পতিবার সকালে হল প্রশাসনকে জানালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।